নবদূত প্রকাশনী নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২২/ নবদূত প্রকাশনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 নবদূত প্রকাশনী নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২২

নবদূত প্রকাশনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২



নবদূত প্রকাশনী

পদের নাম 

১. প্রুফ রিডার- কাম- রাইটার (ইংরেজি) 

শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি বিষয়ে অনার্সসহ মাষ্টার্স। অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক/অধ্যাপকদের অগ্রাধিকার দেওয়া হবে। 


২. প্রুফ রিডার- কাম- রাইটার (গণিত) 

শিক্ষাগত যোগ্যতা: গণিত বিষয়ে অনার্সসহ মাষ্টার্স। প্রকাশনার কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। 


৩. প্রুফ রিডার- কাম- রাইটার (বিজ্ঞান) 

শিক্ষাগত যোগ্যতা: পদার্থ বিজ্ঞান/ রসায়ন/জীববিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাষ্টার্স। প্রকাশনার কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। 


৪. প্রুফ রিডার- কাম- রাইটার (বাংলা) 

শিক্ষাগত যোগ্যতা: বাংলা বিষয়ে অনার্সসহ মাষ্টার্স। প্রকাশনার কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। 


৫. প্রুফ রিডার- কাম- রাইটার (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) 

শিক্ষাগত যোগ্যতা: ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্সসহ মাষ্টার্স। প্রকাশনার কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। 


৬. মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ

শিক্ষাগত যোগ্যতা:  নূন্যতম স্নাতক/ডিগ্রি (পাস) সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। দেশের যে কোন জেলায় চাকরি করতে ইচ্ছুক এবং দূর- দূরান্তে যাতায়াতে আগ্রহী হতে হবে। 


আগ্রহী প্রার্থীদের ২কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্র, যাবতীয় শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের (যদি থাকে) সত্যায়িত কপিসহ দরখাস্ত ১৩ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করার জন্য আহ্বান করা হলো। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ‍যিনি নিজেকে সৎ, মেধাবী ও নিষ্ঠাবান মনে করেন কেবলমাত্র তিনিই আবেদন করবেন। সাক্ষাৎকারে অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রযোজ্য নয়। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। 


সূত্র: বাংলাদেশ প্রতিদিন, তারিখ- ২৪ মার্চ ২০২২, রোজ- বৃহস্পতিবার। 

 ব্যবস্থাপনা পরিচালক

জ্ঞানগৃহ প্রকাশনী

৩৮, বাংলা বাজার (২য় তলা), ঢাকা- ১১০০

Post a Comment

0 Comments